
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন ধরেই জল্পনা চলছিল। রোহিতের অবসরের পর টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন? লড়াইয়ে বুমরা, গিল, পন্থ এমনকী লোকেশ রাহুলও ছিলেন। যদিও বুমরা ওয়ার্কলোডের জন্য নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। এমনকী শোনা যায় তিনি নাকি বোর্ডকেও জানিয়েছেন ইংল্যান্ডে তিনটির বেশি টেস্টের ধকল তিনি নিতে পারবেন না।
তালিকাটা আরও ছোট করলে দৌড়ে ছিলেন গিল ও বুমরা। আর বুমরা রাজি না থাকায় দায়িত্বটা তরুণ শুভমান গিলকেই দেওয়া হল। দেশের নতুন টেস্ট অধিনায়ক হলেন ২৫ বছরের তরুণ।
সহ অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা ছিল। আইপিএলে অধিনায়কত্ব করেছেন। এবার সবচেয়ে বড় দায়িত্বে গিল।
শনিবারই ইংল্যান্ড সিরিজের জন্য দল বেছে নিলেন নির্বাচকরা। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে দল। শুরু হবে ২০ জুন থেকে।
দলের সহ অধিনায়ক হলেন ঋষভ পন্থ। উল্লেখযোগ্য বাদের মধ্যে মহম্মদ সামি। যদিও তিনি ছন্দে ছিলেন না একেবারেই আইপিএলে। তার উপর পাঁচ দিনের ম্যাচে ধকল নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তাঁর বিপক্ষে গেছে। বোর্ডের মেডিক্যাল টিম বিসিসিআইকে তা জানানোর পরেই সামিকে আর নেওয়া হল না। সুযোগ পাননি হর্ষিত রানাও। আর সাত বছর পর টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার।
পুরো দলটা এরকম: শুভমান গিল (অধিনায়ক), জসপ্রীত বুমরা, যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), সাই সুদর্শন, করুণ নায়ার, অভিমন্যু ঈশ্বরন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ, কুলদীপ যাদব।
ঘোষণা করা হল ১৮ জনের দল। সাংবাদিক সম্মেলনে ছিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার ও অন্যতম সদস্য শিবসুন্দর দাস।
দলে পন্থ ও জুড়েল দুই উইকেটরক্ষককে রাখা হয়েছে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন বুমরা। সঙ্গে থাকবেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ এবং অর্শদীপ সিং। স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব। অলরাউন্ডারদের মধ্যে আছেন জাদেজা, সুন্দর, রেড্ডি। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে থাকছেন রাহুল। আবার সুদর্শনও আছেন। গিলও রয়েছেন। রয়েছেন ঈশ্বরনও। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি, পন্থরা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার। মিডল অর্ডারে বড় ভরসা হতে পারেন তিনি।
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
'আমার বাড়িতে দুটো বিশ্বকাপ মেডেল আছে, আর কারও আছে?', ইংল্যান্ড সফরের আগে বড় মন্তব্য গম্ভীরের
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের